কাজী শামীম ফরহাদ

কাজী শামীম ফরহাদ

ঢাকার বুকে মোহাম্মদপুরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬৮ সালের ৩১ অক্টোবর জন্মগ্রহণ করেন কাজী শামীম ফরহাদ। চাঁদপুরের মতলব (উত্তর) তাঁর পৈতৃক নিবাস। সরকারি চাকুরিজীবী বাবা ও শিক্ষিকা মায়ের প্রথম সন্তান তিনি। কাজী শামীম ফরহাদের জীবন গঠিত হয়েছে শিক্ষার অবিরাম পথচলায়। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ তাঁর স্কুল ও কলেজের জীবন, জ্ঞানের ভিত্তি গড়ে তোলে। তাঁর মাতামহ একই প্রতিষ্ঠানে শিক্ষকতা করতেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে সরকারি চাকরিতে যোগ দেন তিনি। একজন যোগ্য কর্মকর্তা হিসেবে দ্রুতই পদোন্নতি লাভ করেন। চাকরির পাশাপাশি শিক্ষা অনুসন্ধানে তিনি একাধিক মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। বর্তমানে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে অধ্যক্ষ হিসেবে কর্মরত চাকরির কারণে তাঁকে দেশের বিভিন্ন স্থানে ও একাধিকবার বিদেশে অবস্থান করতে হয়েছে। দেশ ও বিদেশের বিভিন্ন অভিজ্ঞতা তাঁর লেখনী দক্ষতাকে বহুলাংশে অনুপ্রাণিত করেছে। তাঁর কলমের মধ্য দিয়ে প্রবাহিত হয় জ্ঞান, চেতনা, প্রেম এবং শান্তির সুর। আন্তর্জাতিক ও জাতীয় জার্নালে তাঁর উল্লেখযোগ্য সংখ্যক প্রকাশনা রয়েছে। জাতীয় পত্র-পত্রিকায় যুব উন্নয়ন ও শিক্ষা বিষয়ে সামসময়িক প্রসঙ্গ নিয়ে তিনি নিয়মিত লেখেন।

কাজী শামীম ফরহাদ এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon